কুয়ালালামপুরে অপরাজিত চ্যাম্পিয়ন ফাহাদ

সেপ্টেম্বর ২০
১৫:৩৪ ২০১৫
বিদেশের মাটিতে সাফল্যের স্বাক্ষর রাখল বাংলাদেশের ক্ষুদে দাবাড়ু মোহাম্মদ ফাহাদ রহমান। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠানরত ১২তম মালয়েশিয়া দাবা ফেস্টিভালের ৬ষ্ঠ সুয়েনসেন এইজ গ্রুপ র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১২ বছর গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে স্বর্নপদক জিতেছে তিতাস ক্লাবের এই ফিদে মাস্টার।
র্যাপিড দাবার এ ইভেন্ট রোববার অনুষ্ঠিত হয়। অনূর্ধ্ব-১২ গ্রুপে ফাহাদসহ ৪জন খেলোয়াড় ৬ খেলায় ৫.৫ পয়েন্ট অর্জন করলে টাই-ব্রেকিং পদ্ধতির বুশলজ স্কোরে ফাহাদ শিরোপা জয় করে স্বর্ণ পদক পান।
অনূর্ধ্ব-১২ বছর গ্রুপে ৬টি দেশের ১২৬জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জিতে দেশের নাম উজ্জ্বল করল ফাহাদ।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন