করাচির চেয়ে লাহোর নিরাপদ!
যে কোনো একটি দলকে সে দেশে নিতে মরিয়া পাকিন্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই প্রচেষ্টারই ফলস্বরূপ মেয়েদের প্রস্তাবিত এই পাকিস্তান সফর। তাই তো অক্টোবরে মহিলা ক্রিকেট দলকে পাকিস্তান সফরে পাঠানোর কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ কারণে শিগগিরই একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করবে। তবে বাংলাদেশের মেয়েরা পাকিস্তানে যেতে চায় না। তারা কেউই পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট নয়। সবকিছুই আসলে নির্ভর করছে নিরাপত্তা পর্যবেক্ষক দলের পাকিস্তান সফরের প্রতিবেদনের উপর।
নিরাপত্তা পর্যবেক্ষক দলের পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমোদন চেয়ে চিঠি দিয়েছে বিসিবি। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় যদি পাকিস্তান সফরের জন্য অনুমোদন দেয় তাহলে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাকিস্তানে যাবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়ার কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রস্তাব অনুযায়ী আসন্ন পাকিস্তান সফরে বাংলাদেশ মহিলা দলের খেলাগুলো হওয়ার কথা করাচিতে। কিন্তু বিসিবি পাল্টা প্রস্তাব দিয়েছে, করাচির পরিবর্তে ম্যাচগুলো লাহোরে করার জন্য। অক্টোবরে পাকিস্তান মহিলা দলের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৩টি টোয়েন্টি২০ ম্যাচ খেলার কথা বাংলাদেশ মহিলা দলের।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘আমরা বলেছি, সব ম্যাচ লাহোরে খেলতে চাই। কারণ করাচির চেয়ে লাহোর আমাদের কাছে বেশি নিরাপদ মনে হয়েছে। এর আগে ছেলেদের দলের পাকিস্তান সফর নিয়ে আলোচনার সময়ও আমরা লাহোরে খেলতে চেয়েছিলাম।’
ওয়াসিম আকরামের ওপর হামলার পর অনেক নারী ক্রিকেটারই পাকিস্তান সফর নিয়ে নিজেদের শঙ্কার কথা জানিয়েছেন। কিন্তু জালাল ইউনুসের দাবি, ‘আমরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলেই এই সফর ঠিক করেছি। তাদের কাছে জানতে চেয়েছি তারা পাকিস্তান সফরে যেতে রাজি আছে কিনা। তারা বলেছে, রাজি আছে।’
তাই বলে বাংলাদেশের নারী ক্রিকেটারদের কোনো রকম ঝুঁকির মধ্যে ফেলতে নারাজ বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ওয়াসিম আকরামের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা হলেও আমরা আমাদের মেয়েদের কোনোভাবেই সংকটের মধ্যে ঠেলে দেব না। নিরাপত্তা পর্যবেক্ষক দলের প্রতিবেদনের ভিত্তিতে সবকিছু চূড়ান্ত করা হবে। এ মাসের মাঝামাঝি সময় নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠানো হবে। তবে সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয় অনুমোদন দিলে তাহলে পাকিস্তানে নিরাপত্তা পর্যবেক্ষক দল যাবে।’
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন