কন্যার বাবা ধোনি
বিশ্বকাপের আগেই টিম ইন্ডিয়ার অধিনায়কের জন্য সুখবর৷ বিশ্বকাপের এক সপ্তাহ আগে বাবা হলেন মহেন্দ্র সিং ধোনি। শুক্রবার সন্ধ্যায় গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে স্বাভাবিকভাবে কন্যা সন্তানের জন্ম দেন সাক্ষী ধোনি। চিকিৎসকরা জানিয়েছেন শিশুটি সুস্থ আছে। সুস্থ আছে তার মাও। এমএসডির মেয়ের ওজন হয়েছে ৩.৭ কেজি।
ছেলেবেলার বান্ধবী সাক্ষী সিং রাওয়াতের সঙ্গে ধোনির বিয়ে হয় ২০১০ সালের ৪ জুলাই। বিয়ের পাঁচ বছর বাদে প্রথম সন্তানের মুখ দেখলেন টিম ইন্ডিয়ার দলপতি।
কিন্তু আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরু হওয়ার কারণে স্ত্রী ও মেয়ের পাশে থাকতে পারছেন না ধোনি। বিষয়টি নিয়ে ৩৩ বছর বয়সী মাহি বলেন, ‘হ্যাঁ, আমি কন্যা সন্তানের আশির্বাদ লাভ করেছি। মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।’
আপাতত অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ধোনি৷ মেয়েকে দেখতে দেশে ফিরবেন কিনা এমন প্রশ্ন করা হলে ধোনি বলেন, ‘না, এখন আমি দেশের দায়িত্ব পালন করছি। বিশ্বকাপ আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য এখানেই থাকছি আমি।’
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন