কথা শুনেনি নেইমার!
কোপা আমেরিকায় ৪ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ব্রাজিলের অধিনায়ক নেইমার। এরই মধ্যে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এ গুলো পুরনো খবর। নতুন সংবাদ, মাঠে নেইমারকে উত্তেজিত হতে বারণ করেছিলেন কোচিং স্টাফের সদস্যরা কিন্তু কথা শুনেননি বার্সেলোনা ফরোয়ার্ড।
ঘটনার বিবরণ ব্যাখ্যা করতে গিয়ে ব্রাজিল দলের টেকনিক্যাল সমন্বয়ক গিলমার রিনাল্ডডি জানিয়েছেন, কোচিং স্টাফদের কথা কর্ণপাত করেনি নেইমার। লালকার্ড পাওয়ার পর রেফারির সঙ্গে তর্কে জড়ানোর আগেই আমরা তাকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছি। কিন্তু তা অমান্য করেছে নেইমার। এ ব্যাপারে গিলমার বলেছেন, ‘আমি নেইমারকে বলেছি সতর্ক হও। কারণ এটার জন্য তুমিই দায়ী।’
শুধু তর্ক করেই থেমে যাননি নেইমার। এরপর প্রতিপক্ষের এক খেলোয়াড়কে মাথা দিয়ে গুঁতো দিয়েছেন। শাস্তি হিসেবে পরবর্তী সময়ে তাকে ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে টুর্নামেন্ট কমিটি। এই নিষেধাজ্ঞার জন্য শুধু কোপা থেকেই ছিটকে পড়েননি নেইমার। জাতীয় দলের হয়ে আসন্ন বিশ্বকাপের বাছাইপর্বের ২টি ম্যাচও খেলতে পারবেন না তিনি।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন