এমসিসিতে যুবরাজ
ফেব্রুয়ারি ০২
১২:৫৪ ২০১৫
মেরিলেবন ক্রিকেট ক্লাবের (এমসিসি) হয়ে আগামী মার্চে দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এমিরেটস টোয়েন্টি২০ প্রতিযোগিতায় খেলবেন ভারতের ক্রিকেটার যুবরাজ সিং।
যুবরাজ ছাড়াও এমসিসি ক্লাবে আরও রয়েছেন অ্যালিস্টার কুক, মাইকেল কারবেরি ও নিক কম্পটন। সম্প্রতি ভারতের ঘরোয়া লিগ রঞ্জিতে দারুণ পারফর্ম করা যুবরাজ গত বছর খেলেছিলেন এমসিসির বিপক্ষে। তার ব্যাট থেকে এসেছিল ১৩২ রান।
এমসিসির স্কোয়াডে যুক্ত হওয়ার পর যুবরাজ বলেছেন, ‘এই টুর্নামেন্টে খেলার জন্য এমসিসির সঙ্গে থাকতে পেরে খুবই ভাল লাগছে আমার। এ সুযোগ করে দেওয়ায় ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ।’
প্রতিযোগিতায় এমসিসি ক্লাব ছাড়াও রয়েছে ল্যাঙ্কাশার, ইয়র্কশায়ার ও স্যাসেক্স। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে এমসিসি ও ইয়র্কশায়ার।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন