এভারেস্টের চূড়ায় হিউজের ব্যাট
মাউন্ট এভারেস্টের চূড়ায় রাখা হবে ফিলিপ হিউজের ব্যাট। নেপালের এমন প্রস্তাবে উচ্ছ্বসিত ক্রিকেট অস্ট্রেলিয়াও।
সিএ’র চেয়ারম্যান ওয়েলি এডওয়ার্ডস বলেছেন, ‘হিউজের ক্রিকেট সরঞ্জাম এভারেস্টে নিয়ে যাওয়ার প্রস্তাব আমরা পেয়েছি। নেপালের তরফে এমন একটি মহৎ উদ্দেশ্যে আমরা অভিভূত।’
আবহাওয়া ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিল হিউজের ব্যাট ও দুটি জার্সি নিয়ে এভারেস্টের উদ্দেশে রওনা হবেন চুরিম শেরপা। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে তার অবাধ যাতায়াত। এক মওসুমে দু’বার এভারেস্টে ওঠার বিশ্ব রেকর্ডও রয়েছে তার।
নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘হিউজের মৃত্যুতে আমরাও মর্মাহত। আমাদেরও কাছের মানুষ। একজন বন্ধুর মতো। ক্রিকেট বিশ্বের মতো আমরাও তার অভাব টের পাব।’
নেপাল ক্রিকেট এবং এমন উদ্যোগের সঙ্গে জড়িত প্রত্যেককে হিউজের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলা হয়েছে, ‘যেভাবে আমাদের দুঃখ ভাগ করে নেওয়ার পাশাপাশি বিশেষভাবে ফিলিপকে সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে, সেজন্য ধন্যবাদ।’
সবকিছু ঠিকঠাক থাকলে ৩১ মে-র মধ্যে চুরিম কাঠমান্ডু ফিরে আসবেন। যেখানে হিউজের ব্যাট ও জার্সি নেপালে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্লেন হোয়াইটের হাতে তুলে দেওয়া হবে। অস্ট্রেলিয়া দূতাবাসে প্রদর্শনীর জন্য রাখা থাকবে।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন