এগিয়ে মিসবাহরা
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনেও দারুণ সময় পার করেছে পাকিস্তান। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৫ রান তুলেছে তারা। তাই ৩১৯ রানে এগিয়ে রয়েছে মিসবাহরা। ক্রিজে রয়েছেন মোহাম্মদ হাফিজ (৫ রান) ও আজহার আলী (৯ রান)।
এর আগে তৃতীয় দিনে প্রথম ইনিংসে খেলতে নেমে পাকিস্তানের বোলিং তোপে নাকাল হয়েছে নিউজিল্যান্ড। মাত্র ২৬৬ রান তুলেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ডের ইনিংস। সেঞ্চুরি (১০৩) করেছেন টম লাথাম। এ ছাড়া কোরেই অ্যান্ডারসন ৪৮ ও বিজে ওয়াটলিং ৪২ রান করেছেন। রাহাত আলী ৪টি ও জুলফিকার বাবর ৩টি উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ।
তবে প্রথম ইংনিসেও দুর্দান্ত ব্যাটিং করেছে পাকিস্তান। ৩ উইকেট হারিয়ে ৫৬৬ রান করার পরই প্রথম ইনিংস ঘোষণা করেছে দলটি। সেঞ্চুরি করেছেন অধিনায়ক মিসবাহ উল হক, ইউনিস খান ও আহমেদ শেহজাদ। দুর্ভাগ্য, শেহজাদের। ইনজুরিতে পড়ে সিরিজ থেকে ছিটকে পড়েছেন তিনি।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন