উতসেয়াকে বল করার অনুমতি
ডিসেম্বর ১১
১৩:০৯ ২০১৪
প্রসপার উতসেয়াকে বল করার অনুমতি দিয়েছে আইসিসি। আবার পরীক্ষা করার পর উতসেয়াকে বল করার অনুমতি দেয়ার কথা জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আন্তর্জাতিক ক্রিকেটে অফস্পিনার হিসেবেই পরিচিত উতসেয়া। তবে এখন আর তিনি অফস্পিন করতে পারবেন না। তার অফস্পিন বোলিং পুনরায় পরীক্ষায় শুদ্ধ বলে বিবেচিত হয়নি।
আন্তর্জাতিক ক্রিকেটে উতসেয়াকে মিডিয়াম পেস বল করার অনুমতি দেয় আইসিসি। পরীক্ষায় দেখা যায় মিডিয়াম পেস করলে তার কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায় না।
নিষিদ্ধ হওয়া কোনো বোলারকে আবার পরীক্ষা দিতে হলে বিভিন্ন ধরণের ডেলিভারির পরীক্ষা দিতে হয়।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন