‘ঈশ্বরের পোস্ট’!
সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মেসির আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের ফলাফলটা অন্যরকমও হতে পারতো। মেসিদের দেশের বিমানের টিকেট ধরিয়ে সুইসরাও যেতে পারতো শেষ আটে। কিন্তু তা হলো না মেসি-হিগুয়াইন-ডি মারিয়াদের ভাগ্য সু-প্রসন্ন বলে। আরো সহজ করে বললে ‘ঈশ্বরের পোস্ট’ মেসিদের শেষ আটে উঠতে সাহায্য করেছে।
‘ঈশ্বরের পোস্ট’? সেটা আবার কী? সেদিন খেলার একেবারে অন্তিম মুহূর্তে সুইস তারকা জেমাইলির হেডটা জালে ঢুকে গিয়েছিলো প্রায়। কিন্তু বলটি পোস্টে লেগে ফিরে আসে। নিশ্চিত গোল খাওয়া থেকে বেঁচে যায় আর্জেন্টিনা। সেই গোল হয়ে গেলে তো খেলা ১-১ গোলে ড্র হতো। তখন টাইব্রেকারেই মীমাংসা হতো খেলার। সুইস গোলরক্ষকের যেই দৃঢ়তা সেদিন দেখা গেলো তাতে টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনা হারলেও অবাক হওয়ার কিছু থাকতো না।
খেলা শেষে বলাবলি হচ্ছে আর্জেন্টিনার ওপর নিশ্চয়ই ঈশ্বরের দয়া রয়েছে, নইলে ওই মুহূর্তে কীভাবে গোল হলো না?
এদিকে খেলা শেষে মেসিও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে, খানিকটা হলেও ভাগ্যের ছোঁয়া পেয়েছে আর্জেন্টিনা।
তবে আরো একধাপ এগিয়ে গেলো আর্জেন্টিনার পত্র-পত্রিকা। এমনকি সেই পোস্টটাকে ‘ঈশ্বরের গোলপোস্ট’ বলে আখ্যা দিয়েছে আর্জেন্টাইন পত্রপত্রিকা। ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’র পর এবার আর্জেন্টিনা পেয়ে গেলো ঈশ্বরের গোলপোস্ট!
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন