ইন্দো-বাংলা প্রীতি হ্যান্ডবল
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ৩১ মে বিকাল ৪টায় চট্টগ্রাম এম এ আজিজ ষ্টেডিয়ামে বাংলাদেশ সফররত পশ্চিমবঙ্গ হ্যান্ডবল পুরুষ ও মহিলা দলের সাথে প্রীতি হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় পশ্চিমবঙ্গ মহিলা দল ১৯-৬ গোলে চট্টগ্রাম জেলা মহিলা দলকে এবং দ্বিতীয় খেলায় পশ্চিমবঙ্গ পুরুষ দল ৩০-১৩ গোলে চট্টগ্রাম জেলা পুরুষ দলকে পরাজিত করে।
এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস এর সভাপতি মেজবাহ উদ্দিন এই প্রীতি হ্যান্ডবল খেলার উদ্বোধন করেন। বাংলাদেশের পরীক্ষিত বন্ধু প্রতিবেশী রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গ হ্যান্ডবল দলের খেলোয়াড় কর্মকর্তাবৃন্দকে স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ প্রীতি খেলার মাধ্যমে দুদেশের বন্ধুত্ব আরো দৃঢ়তর হবে।
সিজেকেএস এর নির্বাহী সদস্য ও হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান সৈয়দ আবুল বশরের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য ও হ্যান্ডবল কমিটির সম্পাদক মোহাম্মদ ইউসুফের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ হ্যান্ডবল দলের দলনেতা শ্রী সুরঞ্জন দত্ত।
এসময় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, আহসান হাবিব মিন্টু, সিজেকেএস এর সহ-সভাপতি শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মোজাম্মেল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আল্লামা মোঃ ইকবাল, জহির আহমেদ চৌধুরী, জসিম উদ্দিন আহমেদ, মোঃ মশিউর রহমান চৌধুরী, এবিএম মাহবুবুল আলম, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শর্মিষ্ঠা রায়, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা রেজিয়া বেগম ছবি, সিজেকেএস কাউন্সিলর ডেরিক র্যান্ডলফ, শাহাদাত হোসেন, আকতারুজ্জামান, আলমগীর কবির, প্রবীন কুমার ঘোষ, এএসএম সাইফুদ্দীন চৌধুরী, হ্যান্ডবল কমিটির ভাইস চেয়ারম্যান কাজী মঈনুল হক মহিউদ্দিন, এ.বি.এম. খালেদুজ্জামান দাদুল, যুগ্ম-সম্পাদক এস.এম.সাইফুদ্দিন, শওকত হোসেন, সদস্য কল্লোল দাশ, হায়দার আলী, হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তা দ্বীন ইসলাম, নাজমুন নাহার কস্তুরী, আয়শা জামান খুকি প্রমুখ উপস্থিত ছিলেন।
ম্যাচ পরিচালনা করেন স্থানীয় রেফারী এনামুল হাসান, এরফানুল ইসলাম খান, মোঃ সোহেল, মাসুদুল ইসলাম, পশ্চিমবঙ্গের রেফারী রনই পানি, সুবিনয় ঠাকুর।
আগামীকাল সোমবার বিকাল ৪টায় এম এ আজিজ স্টেডিয়ামে সফরকারী পশ্চিমবঙ্গ পুরুষ হ্যান্ডবল দলের সাথে বাংলাদেশ জাতীয় চ্যাম্পিয়ন বিজিবি দলের প্রীতি হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
পশ্চিমবঙ্গ পুরুষ হ্যান্ডবল দল: সবিক বিশ্বাস, প্রদীপ বিশ্বাস, কুলদ্বীপ, কনক কুমার, প্রিতম বিশ্বাস, নিকুঞ্জ কাহার, দর্শন বুরা, যশন মঞ্জিল, অভিজিত মাতা, আবদুল কাদির, মোহাম্মদ শহিদ, ওয়াসিউল হাসান, সন্দীপ কুমার, মিন্টু সর্দার।
পশ্চিমবঙ্গ মহিলা হ্যান্ডবল দল: আনিসা চৌধুরী, শানাজ খাতুন, রুম্পা খাতুন, জুম্পা খাতুন, সুনিতা মন্ডল, সোনালী মাজি, নুতন কুমারী, খুসবু খুমারী, ধর্মশীলী কুমারা, রাধা কুমারী, রিংকু কুমারী, নিনা শীল।
চট্টগ্রাম জেলা পুরুষ হ্যান্ডবল দল: সুলতান মাহমুদ লিটু, শরিফুল ইসলাম, নিশান দাশ, নিউটন, হায়দার আলী, মেজবাহ উদ্দীন, আশরাফুল বশির, দিলশাদ মাহমুদ, এসএম শাকিরুল হক, সুমন সাহা, নাজমুল, মাসুম, কিরন, সানু সেন।
চট্টগ্রাম জেলা মহিলা হ্যান্ডবল দল: লোছমি দেবী নেওয়ার, শিল্পী দে, বাবলী আসাম, মুনমুন চাকমা, তাছলিমা আক্তার, রিনা দাশ, নিতি চাকমা, শান্তা ত্রিপুরা, লিনা চাকমা, ইয়াছমিন আক্তার।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন