Sports Bangla

আশার আলো হকিতে

আশার আলো হকিতে

আশার আলো হকিতে
ডিসেম্বর ২১
০৪:৪০ ২০১৪

royal-magnum_bigরোববার ঢাকায় এসেছিলেন বিশ্ব হকির প্রেসিডেন্ট লিয়েন্দ্র নেগ্রে। পাঁচ দিনের সফর শেষে ফিরে গেছেন তিনি। যাবার আগে নিজের ব্যক্তিগত জীবন, বিশ্ব হকির বর্তমান অবস্থা, বাংলাদেশের হকির সম্ভাবনা নিয়ে অনেক কথাই বলে গেলেন তিনি। যাবার আগে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফ্লাড লাইট স্থাপনে সহযোগিতার কথা বলে গেছেন তিনি। এছাড়া মওলানা ভাসানী স্টেডিয়ামে টার্ফ বসানোর উদ্বোধনের পর তিনি হকির উন্নয়নে যে কোন সহায়তা দিতেই প্রস্তুত থাকবেন বলেও জানালেন তিনি, ‘আমরা বাংলাদেশকে সবধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। এই যে নীল টার্ফ, স্কুল হকির জন্য টার্ফ দেয়া এগুলো তারই প্রমাণ। আমরা ফ্ল্যাড লাইটের ক্ষেত্রেও সব রকম সুবিধা দেবো বলে প্রতিশ্রুতি দিয়েছি।’

আর আন্তর্জাতিক হকি ফেডারেশনের দেয়া প্রতিশ্রুতি আর সহায়তায় আন্তরিকতা দেখে খুশি হকি ফেডারেশনের কর্মকতারা। হকি উন্নয়নে এখন নেগ্রে ঘিরেই আশার আলো দেখছেন সবাই।

Bright-sports-shop_bigবাবা হাত ধরেই হকি শুরু বিশ্ব হকির বড় কর্তার। বলতে পারেন হকিতে আমার আসার পেছনে আমার পরিবারের ভূমিকাই ছিলো মুখ্য। সেই থেকেই হকির সঙ্গে আমার সখ্যতা। হকির প্রতি ভালোবাস নিয়েই কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন লিয়েন্দ্র নেগ্রে।

এছাড়া এশিয়ান ও ইউরোপিয়ান হকির মাঝে পার্থক্যের বোঝোতে গিয়ে বলেন, ‘এশিয়ান হকি টেকনিক্যাল, স্কিল ও ড্রিবলিং নির্ভর। আর ইউরোপিয়ান হকির ক্ষেত্রে শারীরিক দক্ষতা ও গতির প্রদর্শনী বেশি দেখা যায়।এশিয়ার ভারত-পাকিস্তান একটা সময় বিশ্ব হকিতে রাজত্ব করেছে। কিন্তু ইউরোপিয়ানরা আধুনিক হকিতে এগিয়ে গিয়েছে।’

বাংলাদেশের হকি নিয়ে তিনি বলেন, ‘আসলে এই উপমহাদেশে ভারত, পাকিস্তানের পর বাংলাদেশকেই আমার সবচেয়ে সম্ভাবনাময় বলেই মনে হয়।’

তৃতীয়বারের মতো বাংলাদেশে পা রেখেছেন লিয়েন্দ্রো নেগ্রে। এর মধ্যেই তিনি ভালোবেসে নিজের দ্বিতীয় হোম হিসেবে স্বীকৃতি দিয়ে ফেললেন বাংলাদেশকে। জানালেন আবারো এদেশে আসবেন হকির উন্নয়নে।

Ambia all-

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

এপ্রিল ২০২১
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০