আরেকটি প্রাণ ঝরে গেল

২০১৪ ব্রাজিল বিশ্বকাপের আগে সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্স স্টেডিয়ামকে প্রস্তুত করে তোলার কাজে নিয়োজিত আরেক শ্রমিকের মৃত্যু হল। শনিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে সান্তা মার্সেলিনা হাসপাতাল কর্তৃপক্ষ। অ্যারেনা করিন্থিয়ান্স স্টেডিয়ামে এনিয়ে তৃতীয় শ্রমিকের মৃত্যু হল। আর ব্রাজিল বিশ্বকাপের স্টেডিয়ামের নির্মাণকাজে এ নিয়ে সাতটি তাজা প্রাণ ঝরে গেল।
সান্তা মার্সেলিনা হাসপাতাল থেকে জানানো হয়েছে, ফ্যাবিও হ্যামিলটন দা ক্রুজ নামের এই শ্রমিক শনিবার সকালে কাজ করার সময় ২৫ ফুট উপর থেকে পড়ে যান। অস্থায়ী গ্যালারির কাজ করছিলেন তিনি। ব্রাজিলের ক্রীড়ামন্ত্রীও ক্রুজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এবং মৃত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। টুইটারে সমবেদনা জানিয়েছেন ফিফার সাধারণ সম্পাদক জেরোমে ভালকেও। ৪৮ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম অ্যারেনা করিন্থিয়ান্সের কাজ শেষ হয়ে গিয়েছিল আগেই। কিন্তু পরে বাড়তি ২০ হাজার আসন বাড়ানোর সিদ্ধান্ত হয়। বর্তমানে সেই কাজই চলছে।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন