আবেদনময়ী মডেল ওজনিয়াকি!
টেনিস কোর্ট মাতান ঝড়ের গতিতে। সঙ্গে রুপের ঝলকে কাঁপন সৃষ্টি করেন ভক্তদের হৃদয়। এবার টেনিস কোর্ট নয়, ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হয়ে ভক্তদের মাঝে বেশ আলোচিত হচ্ছেন ডেনমার্কের তারকা টেনিস খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকি। মার্কিন ম্যাগাজিন স্পোর্টস ইলাস্ট্রেটেডের ২০১৫ সালের নতুন সংস্করণে ভিন্ন রুপেই দেখা গেছে ডেনিশ কন্যা ওজনিয়াকিকে। যেখানে সুইমস্যুটে বেশ আবেদনময়ীই লাগছে তাকে। হঠাৎ করে অল্প কাপড়ে ওজনিয়াকির উপস্থিতি, ভাবতে পারেননি অনেকেই। ফলে তার ভক্তদের মাঝে শুরু হয়েছে আলোচনা- সমালোচনা।
কিছুদিন আগে দীর্ঘদিনের বন্ধু গলফার ররি ম্যাকলরয়ের সঙ্গে ওজনিয়াকির বিচ্ছেদ হয়েছে। বলতে গেলে একাই দিন যাপন করছেন ২৪ বছর বয়সী এই তরুণী। সোমবার নিউয়র্কের হেরাল্ড স্কোয়ারে স্পোর্টস ইলাস্ট্রেটেডের নতুন সংখ্যা হাতে প্রচারণায় নেমেছিলেন ওজনিয়াকি। সঙ্গে ছিলেন আরও কয়েকজন আমেরিকান মডেল। ম্যাগাজিনের নতুন এই সংস্করণে ওজনিয়াকির সঙ্গে মডেল হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক বান্ধবী ইরিনা শায়েক। কিছুদিন আগে রোনালদোর সঙ্গেও বিচ্ছেদ হয়ে গেছে এই রুশ মডেলের। শায়েক ও ওজনিয়াকির সঙ্গে এবারের প্রচ্ছদে মডেল হিসাবে হাজির হয়েছেন ডেরেক জেটারের গার্লফ্রেন্ড হান্নাহ দেবি।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন