আবারো সমতার লক্ষ্য শ্রীলঙ্কার
চার ওয়ানডে শেষে শ্রীলঙ্কার বিপক্ষে সাত ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড। পঞ্চম ওয়ানডে জিতে এই লিডটাকে আরও এক ধাপ বাড়িয়ে নেয়াই প্রধান লক্ষ্য ব্ল্যাক ক্যাপসদের।
অন্যদিকে সিরিজে সমতা আনতে মরিয়া সফরকারী শ্রীলঙ্কা। এমন লক্ষ্য নিয়েই ডুনেডিনে সিরিজের পঞ্চম ম্যাচে ২৩ জানুয়ারি বাংলাদেশ সময় ভোর চারটায় মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।
জয় দিয়ে সিরিজ শুরু করেছিলো নিউজিল্যান্ড। তবে পরের ম্যাচ জিতে দারুণভাবে সিরিজে সমতা আনে শ্রীলঙ্কা। তাই ১-১ সমতা নিয়ে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামে দু’দল। কিন্তু ঐ ম্যাচটিতে বাগড়া বাধাঁয় বৃষ্টি। ফলে পরিত্যক্ত হয়ে যায় তৃতীয় ওয়ানডে।
তবে চতুর্থ ম্যাচে ২২ গজের ক্রিজে ব্যাট-বল হাতে ঠিকই লড়াই করেছে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা। আর তাতে জয়ের আনন্দ করেছে কিউইরা। কেন উইলিয়ামসনের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ৪ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ব্রেন্ডন ম্যাককালামের দল।
তাই পঞ্চম ম্যাচও জিতে সিরিজে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় নিউজিল্যান্ড। আগের ম্যাচের নায়ক উইলিয়ামসন তেমনটাই জানালেন। তিনি বলেন, “জয়ের ধারাটা অব্যাহত রাখতে চাই আমরা। বিশ্বকাপের আগে এই অভ্যাসটা খুব বেশি জরুরি আমাদের। এই সিরিজে তা করতে পারলে বিশ্বকাপ প্রস্তুতিটা ভালোই হবে। তাই পঞ্চম ম্যাচ জিতে সিরিজে আরও একধাপ এগিয়ে যেতে চাই আমরা।”
ম্যাচ জয়ের লক্ষ্য দাঁড় করিয়েছে শ্রীলঙ্কাও। সিরিজে সমতা আনতে মরিয়া লঙ্কানরা। এমনটাই জানালেন দলের ওপেনার তিলকরত্নে দিলশান। বলেন, “প্রথম ম্যাচ হেরেও সিরিজে সমতা এনেছিলাম আমরা। আবারো সিরিজে পিছিয়ে পড়েছি। এবারও সিরিজে সমতা আনতে পারবো। দলের খেলোয়াড়দের সেই আত্মবিশ্বাস রয়েছে। পঞ্চম ম্যাচ জয়ের লক্ষ্য থাকবে আমাদের।”
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন