আবারও বিপিএল
মে ১২
০৯:২৫ ২০১৫
আবারও মাঠে গড়াতে যাচ্ছে দেশীয় ক্রিকেটের জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দিন তারিখ ঠিক না হলেও ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রতিযোগিতার তৃতীয় আসর হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।
বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা মঙ্গলবার আরও জানিয়েছেন, আগের আসরে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলো যদি তাদের বকেয়া পরিশোধ না করে তবে নতুন ফ্র্যাঞ্চাইজির সন্ধান করা হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র তত্ত্বাবধানে ২০১২ সালে শুরু হয়েছে বিপিএল। প্রতিযোগিতার দুটি আসর হলেও ২০১৪ সালে টুর্নামেন্ট হয়নি। তাই এ বছর আবারও প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন