Sports Bangla

আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ শুরু

আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ শুরু

আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ শুরু
মে 13
03:55 2015

ambiagroupসৃজনশীল মাসিক পত্রিকা “দখিনা” এর পৃষ্ঠপোষকতায়, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় টি২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে মঙ্গলবার।

১২ মে সকালে সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে উৎসব মুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর নব নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সাধারণ সম্পাদক  ও খেলাধুলা বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল ‌স্পোর্টসবাংলাডটকম’র সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, স্পন্সর প্রতিষ্ঠান দখিনাএর সম্পাদক ও প্রকাশক সারওয়ার জাহান।

Kwality (1)এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন ৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিনিধিগণ, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য নোমান আল মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, ক্রিকেট সম্পাদক আব্দুল হান্নান আকবর, ব্যডমিন্টন সম্পাদক জাহেদুল ইসলাম, কাউন্সিলর দিদারুল আলম, আবু সামা বিপ্লব,শওকত হোসেন; টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আলী ইকরামুল হক রুমি, বিসিবি ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুল ইসলাম বাবু। চট্টগ্রামে প্রথমবারের মত আয়োজিত এ টুর্নামেন্টে ৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে।

প্রধান অতিথি আ জ ম নাছির উদ্দিন অত্যন্ত উৎসব মুখর পরিবেশে এই প্রতিযোগিতাটি আয়োজন করার জন্য বিভাগীয় ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে প্রতিযোগিতাটি আরো বড় পরিসরে আয়োজিত হলে তিনি সার্বিক সহযোাগিতার আশ্বাস প্রদান করেন। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে । তবে বৃষ্টির কারণে দিনের দুটি ম্যাচই পরিত্যক্ত ঘোষণা করা হয়ে। টসে হেরে ব্যাট করতে নেমে প্রিমিয়ার ৪ ওভারে ৪উইকেট হারিয়ে ২৫ রান সংগ্রহ করে। এর পর বৃষ্টি শুরু হলে খেলাটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মাঠ খেলার উপযোগী না থাকায় আর খেলা শুরু করা সম্ভবপর হয়নি।

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

অক্টোবর ২০২১
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১