Sports Bangla

আগ্রাবাদ অফিসার্স ক্লাব চ্যাম্পিয়ন

আগ্রাবাদ অফিসার্স ক্লাব চ্যাম্পিয়ন

আগ্রাবাদ অফিসার্স ক্লাব চ্যাম্পিয়ন
মে 29
03:54 2015

Explore1চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এম এইচ চৌধুরী কাপ টেনিস প্রতিযোগিতা ২৭ মে বুধবার রাতে সম্পন্ন হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয় আগ্রাবাদ অফিসার্স ক্লাব (লাল) এবং রানার আপ হয় অফিসার্স ক্লাব অব কক্সবাজার।

ফাইনাল খেলার গেইম-১ এ অফিসার্স ক্লাব অব কক্সবাজার (আমির আব্দুল্লাহ ও সুজন বড়ুয়া নিপু) ৬-০, ৬-৩ সেটে আগ্রাবাদ অফিসার্স ক্লাব লাল (মোহাম্মদ আব্দুল্লাহ ও সৈয়দ গোলাম কিবরিয়া)কে পরাজিত করে। গেইম-২ এ আগ্রাবাদ অফিসার্স ক্লাব লাল (ইলিয়াস ফজলুল্লাহ ও জহুর কবির দোলন) ৬-৪, ৬-১ সেটে অফিসার্স ক্লাব অব কক্সবাজার(রেজাউল করিম ও ওয়াহিদুজ্জামান) কে পরাজিত করে। গেইম-৩ এ আগ্রাবাদ অফিসার্স ক্লাব লাল (কাজী নজরুল ইসলাম কাজল ও মো. শাহ আলম) ৬-০, ৬-১ সেটে অফিসার্স ক্লাব অব কক্সবাজার (বেলাল উদ্দিন চৌধুরী ও আলমগীর রানা) কে পরাজিত করে।

Kwality (1)সমাপনী দিনে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আগ্রাবাদ অফিসার্স ক্লাব (লাল)-এর খেলোয়াড়কর্মকর্তাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, কমিশনার কাস্টম্‌স ও আগ্রাবাদ অফিসার্স ক্লাব সভাপতি সৈয়দ গোলাম কিবরিয়া, লক্ষ্মীপুর জেলা প্রশাসক একেএম টিপু সুলতানচট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্জ্ব আলী আব্বাস, সংস্থার সাধারণ সম্পাদক ও স্পোর্টসবাংলাডটকমের সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মেসবাহ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও শাহাজাদা আলম, বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য নোমান আল মাহমুদ,আছলাম মোর্শেদ, কাউন্সিলর প্রবীন ঘোষ, সরোয়ার হোসেন, ক্রীড়া সংগঠক আবুল হাশেম,মসিহ সালাম, জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুল আলম বাবু।

Ambia 1

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

জানুয়ারী ২০২২
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১