অসহায় শুম্যাখার
এক সময়ের গতির দুনিয়ায় তিনি ছিলেন সবার আগে৷ কিন্তু সাতবারের ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন মাইকেল শুম্যাখারের জীবনটা হঠাৎই কেমন যেন অন্যদিকে ঘুরে গেছে৷ ভয়াবহ দুর্ঘটনার পর কোমা থেকে ফিরে এসে এখন কিংবদন্তি ড্রাইভারের দিন কাটছে হুইল চেয়ারে৷ বরাবরের উচ্ছ্বল-প্রাণবন্ত মানুষটি এখন চূড়ান্ত অসহায়৷
মাইকেলের এই অবস্থা দেখে ডাক্তার থেকে বন্ধু-বান্ধব সবারই এক কথা, ‘মাইকেল হয়তো আগের থেকে ভালো আছে৷ কিন্তু এই উন্নতির পরিমাণটা খুবই কম৷ অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়েই যাচ্ছে ও৷’
মাত্র ৪৫ বছরের শুম্যাখার এখন ‘ভেজিটেবল’ ছাড়া আর কিছু নয়৷ ফ্রান্সের আল্পসে স্কি দুর্ঘটনার পর এগারো মাস কেটে গেলেও সেভাবে মুখ দিয়ে কোনো কথা বলতে পারছেন না শুম্যাখার৷ একজন প্যারালাইজড রোগীর মতোই তার সব কথাগুলো খাপছাড়া এবং অসংলগ্ন৷ স্বভাবতই এখন চিন্তায় দিন কাটছে মাইকেলের পরিবারের৷ বরাবর পাশে থাকা স্ত্রী কোরিনা তার সেবার কাজ অব্যাহত রেখেছেন৷ ফর্মুলা ওয়ানের মতো একটা গতিশীল খেলার তারকার জীবন থেকে সব আবেগই মুছে যাবে না তো? এই আশঙ্কায় এখন দিন কাটছে কোরিনার।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন