Sports Bangla

অমরনাথ-হ্যাডলিদের কীর্তিতে হানা

অমরনাথ-হ্যাডলিদের কীর্তিতে হানা

অমরনাথ-হ্যাডলিদের কীর্তিতে হানা
সেপ্টেম্বর ২১
১১:৪৩ ২০১৪

Kwality logo mainশেন ওয়াটসনের ইনজুরিতে ভাগ্য খুলেছে মিশেল মার্শের।

আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টেস্ট সিরিজে অভিষেক হতে পারে জিওফ মার্শ তনয় ও শন মার্শ ভ্রাতা মিশেল মার্শের। অক্টোবরের সেই সিরিজটিতে অভিষিক্ত হলে অস্ট্রেলিয়ার ৪৩৮তম ব্যাগি গ্রীনের মালিক হবেন তিনি। তা বিস্ময়কর এক রেকর্ডের ভাগিদার বানাবে মিশেল মার্শকে।

রেকর্ডটা কী? সেটা হলো- একই পরিবারের দুই প্রজন্মের তিন ক্রিকেটারের কোনো দেশের হয়ে টেস্ট খেলার নজির স্থাপন করা। অবশ্য অস্ট্রেলিয়ার মার্শ পরিবারের এই কীর্তির আগে ভারতের লালা, মহিন্দর ও সুরিন্দর অমরনাথ এবং নিউজিল্যান্ডের ওয়াল্টার, রিচার্ড ও ডেলি হ্যাডলি অনন্য এই নজির স্পর্শ করেছেন।

প্রসঙ্গত, আগামী ৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজটিতে প্রাথমিক ভাবে অসি ওপেনার শেন ওয়াটসনের খেলার কথা থাকলেও ইনজুরি তাকে সংযুক্ত আরব আমিরাতে আসতে দিচ্ছে না।

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২১
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮