অবিশ্বাস্য ফুটবল উপহার দেয়ার প্রতিশ্রুতি পুতিনের
নিজ দেশে ২০১৮ বিশ্বকাপকে ‘একটি অবিশ্বাস্য ফুটবল উৎসব’ উপহার দেয়ার প্রতিশ্রুতি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বছরই ৫০ বিলিয়ন ডলার ব্যয়ে সোচি উইন্টার অলিম্পিক আয়োজনের পুতিনকে আরেকটি মাল্টি বিলিয়ন ডলার ব্যয়ের প্রজেক্টের জন্য প্রস্তুত হতে হবে। সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর ২০১৮ বিশ্বকাপ আয়োজন হচ্ছে রাশিয়ার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প। তবে আত্মবিশ্বাসী দেশটির প্রেসিডেন্ট পুতিন। ‘আয়োজনটিকে সর্বোচ্চ পর্যায়ে পরিণত করতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব’ বলে প্রতিশ্রুতি দেন পুতিন।
গত শুক্রবার তিনি বলেন, ‘সোচিতে আমরা সফলভাবে উইন্টার অলিম্পিক আয়োজন করেছি এবং এখন আমরা সঠিকভাবে বুঝতে পেরেছি এমন বড় একটি আয়োজন করা কতটা চ্যালেঞ্জের।’
রাশিয়ার লৌহ মানব বলেন, রাস্তায় বিক্ষোভ, বিশাল নির্মাণযজ্ঞ এবং দুর্নীতির হুমকি সত্ত্বেও কিভাবে একটি সুন্দর আয়োজন করা যায় আমরা ব্রাজিলের অভিজ্ঞতা থেকে শিখেছি।
কিউবার প্রেনসা ল্যাটিনা এবং রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা ইতার তাসকে পুতিন বলেন, ‘সত্যিকারের রাশিয়ান আপ্যায়নে ২০১৮ সালে অবিস্মরণীয় একটি ফুটবল উৎসব উপহার দিতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।’
গত ফেব্রুয়ারি মাসে সোচি অলিম্পিকে ৫০ বিলিয়ন ডলার খরচে করে ইতিহাসের সবচেয়ে সুন্দর আয়োজন উপহার দেয় রাশিয়া। তবে ফিফা বিশ্বকাপ আয়োজন সোচি গেমসের চেয়ে অনেক বড় চ্যালেঞ্জ।
দেশটির ক্রীড়ামন্ত্রী ভিটারি মুটকো ২০১৮ বিশ্বকাপের জন্য প্রাথমিকভাবে মোট ৬৮০ বিলিয়ন রুবেল খরচ নির্ধারণ করে বলেছেন এর মধ্যে অর্ধেক আসবে ব্যক্তিগত বিনিয়োগ থেকে এবং বাকি অর্ধেক আসবে আটটি আঞ্চলিক বাজেট থেকে।
ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মস্কো, সেন্ট পিটার্সবার্গ, সোচি, কাজান, কালিমিনগার্ড নিঝনি নবগোরোড, সামারা সারান্সক, রোস্তোভ-অন-ডন এবং ভলগোগ্রাডে।
ইতোমধ্যেই কিছু কিছু ভেন্যুর কাজ শেষ হয়ে গেছে অথবা শেষ হওয়ার পথে। বাকিগুলোর কাজ খুব শিগগিরই শুরু হবে। মুটকো বলেন, ‘বাকি কাজগুলো আমরা আগস্ট অথবা সেপ্টেম্বরে শুরু করতে পারব বলে বলে আশা করছি। আমাদের বিশ্বাস যথাসময়ে সকল ভেন্যুর কাজ শেষ হবে।’
ফিফা সভাপতি সেপ ব্লাটার রাশিয়ার প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন। ব্লাটার বলেন, ‘শুরু থেকেই রাশিয়া পূর্ণোদ্যমে কাজ শুরু করেছে।’ ‘এটা ভিন্নধর্মী একটা অ্যাপ্রোচ। আমি অত্যন্ত খুশি।’
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন