Sports Bangla

অবসরে ৬৪ নম্বর জার্সি

অবসরে ৬৪ নম্বর জার্সি

অবসরে ৬৪ নম্বর জার্সি
নভেম্বর 29
07:13 2014

ambiagroupহিউজের অনাকাঙ্ক্ষিত মৃত্যু নাড়িয়ে দিয়েছে বিশ্ব বিবেককে। কাঁদছে গোটা বিশ্ব। যে যার সামর্থ্য মতো হিউজের স্মৃতি স্মরণ করছেন। বাংলাদেশও এর ব্যতিক্রম ছিল না। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডে জয়কে হিউজের জন্য উৎসর্গ করেছে টাইগাররা। এর মাঝেই নতুন খবর অস্ট্রেলিয়ার ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে পাঠানো হচ্ছে ফিল হিউজের স্মৃতিমাখা ৬৪ নম্বর জার্সিকে।

শুক্রবার অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেন, ‘আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে আলোচনা করি যে হিউজের ৬৪ নম্বর ওয়ানডে জার্সিটিকে কী অবসরে পাঠানো হবে? এর জবাবে তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।’ ওই সংবাদ সম্মেলনে চোখের জল মুছে ক্লার্ক আরো বলেন, ‘তার স্মৃতিকে সম্মান জানাতে আমরা সম্ভাব্য সবকিছুই করতে চাই।’

ফিলিপের ক্রিকেটে অভিষেক হয়েছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। আর সেখানেই তাকে দেয়া হবে শেষ বিদায়। তবে দিন তারিখ এখনও ঠিক করা হয়নি।

এর আগে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানান, ‘আমরা প্রিমিয়ার মাইক বার্ডসকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি রাষ্ট্রীয় মর্যাদায় ফিলিপ হিউজকে সমাহিত করতে রাজী হয়েছেন। আর তিনি একই সিঙ্গে হিউজের পরিবারের ইচ্ছার কথা সবার আগে মূল্যায়ন করবেন বলেও জানিয়েছেন।’

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সেখানে এই অনুষ্ঠান করার কারটাও জানালেন তিনি, ‘আমরা চাই সবাই হিউজের শেষকৃত্যে অংশ নেয়া সুযোগ পাক। আর সে কারণেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডকে বেছে নেয়া হয়েছে।’

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

জানুয়ারী ২০২২
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১