অবসরের ঘোষণা ফিলিপ লামের
সাফল্যের কাণ্ডারি হিসেবে জার্মান ফুটবল তথা বিশ্ব ক্রীড়া ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে খচিত থাকবে। দীর্ঘ অপেক্ষার পর তার নেতৃত্বেই চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতেছে জার্মানি। সদ্যই ব্রাজিলে শেষ হওয়া প্রতিযোগিতার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে সোনালি ট্রফি উঁচিয়ে ধরেছে জার্মানরা। বলছি অধিনায়ক ফিলিপ লামের কথা। বিশ্বকাপের জয়ের আনন্দ শেষ হতে না হতেই জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সফল এই দলপতি।
তার নেতৃত্বেই ২৪ বছর পর আবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। এ জন্য নিশ্চয়ই গর্বিত তিনি। তবে ফর্ম ও দর্শক প্রিয়তা থাকতেই থাকতেই বিদায় নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন। যদিও মুখে বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন।
অবসর নেওয়ার বিষয়টি এরই মধ্যে কোচ তথা ফেডারেশনকে জানিয়ে দিয়েছেন বায়ার্ন মিউনিখের এই ফুটবলার। বলেছেন, ‘আমি প্রধান কোচ জোয়াকিম লোকে অবসর নেওয়ার বিষয়টি বলেছি। জানিয়েছি ফেডারেশনকেও।’
৩০ বছর বয়সী এই ডিফেন্ডার সরে দাঁড়নোর যুক্তি হিসেবে বলেছেন, ‘গত মৌসুম থেকেই অবসর নেওয়ার বিষয়টি নিয়ে ভাবছি আমি। আমি খুবই আনন্দিত। কারণ বিশ্বকাপ জয় করেই অবসরে যেতে পেরেছি।’
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন